বাউফলে কোরবানীর ঈদকে ঘিরে কর্মব্যস্ত কামার পল্লী

বাউফলে কোরবানীর ঈদকে ঘিরে কর্মব্যস্ত কামার পল্লী

দূর্জয় দাস, ঃ কয়েকদিন পরই পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ। আর কোরবানীর ঈদকে ঘিরে পটুয়াখালীর বাউফলে ক্রেতা সাধারণের ভিড়ে মুখর হয়ে উঠেছে কামার পল্লীর দোকানগুলো। তাদের যেন দম ফেলার সময় নেই।  বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানি ঈদের আগে কামার শিল্পীদের কাজের চাপ অনেকটা বেড়ে যায়। সেই সাথে বেড়ে যায় তাদের আয়-রোজগারও । তবে কামার শিল্পে প্রয়োজনীয় জ্বালানি কয়লা ও লোহার দাম বাড়লেও সে তুলনায় উৎপাদিত পণ্যের দাম বাড়েনি। ফলে আর্থিকভাবে তেমন লাভবান হচ্ছেন না কামার শিল্পীরা।সরেজমিনে ঘুরে দেখা যায় বাউফলের পৌরশহর সহ উপজেলার সব ইউনিয়নেই কর্মব্যস্ত হয়ে পড়েছে কামাররা। পশুর মাংস কাটার নতুন সরঞ্জামদি তৈরি ও পুরাতন দা, ছুরি,বটি,চাপাতি শান দেয়ার ধুম পড়েছে।